MTK PreRooted firmware
যে পদ্ধতিতে MTK রুট হয়েছে সেটা বেশ ঝামেলার। এবং নতুনদের জন্য রীতিমতো দুঃসাধ্য কাজ। তাই ভাবলাম শর্টকাটে কি করা যায়। এই চিন্তা থেকেই প্রিরুটেড ফার্মওয়্যার বানালাম। এখন শুধু ফার্মওয়্যার ফ্ল্যাশ করলেই হবে। বাড়তি কোন ঝামেলা নেই। ফ্ল্যাশ করার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবেন। কারন ফ্ল্যাশের সময় ফোন মেমরি ফরম্যাট হয়ে যাবে।কিভাবে ফ্ল্যাশ করবেন?
১। প্রথমে SP Flash Tool and driver ডাউনলোড করে নিন।
২। তারপর ফার্মওয়্যারটা ডাউনলোড করে নিন।
৩। কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করে নিন, আগে থেকে করা থাকলে লাগবেনা।
৪। এখন ফার্মওয়্যার ফাইলটা এক্সট্রাক্ট করুন।
৫। SP flash Tool and Driver ফোলডার থেকে SP Tool ওপেন করুন।
৬। এবার scatter loading এ ক্লিক করুন।
৭। নতুন উইন্ডো ওপেন হবে। এখন ফার্মওয়্যার ফোল্ডার ব্রাউজ করে স্কেটার ফাইল সিলেক্ট করে ওপেন করুন। ৮। এবার Download only তে ক্লিক করুন।
৯। এখান থেকে format all and download অপশন সিলেক্ট করুন।
১০। এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন। এখন ফ্ল্যাশ টুল আপনার মোবাইল সংযগের জন্য অপেক্ষা করবে। মোবাইলের ব্যাটারি খুলে আবার লাগিয়ে তারপর ইউসবি ক্যাবল লাগান।কয়েক সেকেন্দের ভিতরেই লোডিং বার লাল হয়ে যাবে। এখন একের পর এক সবুজ, বেগুনী , হলুদ লোডিং হতে থাকবে। অপেক্ষা করুন সিস্টেম ফাইল লোড শুরু হবে একটা হলুদ লোডিং। অপেক্ষা করুন। লোডিং শেষ হলে একতা ছোট উইন্ডো আসবে। এখন ব্যাটারি খুলে আবার লাগিয়ে মোবাইল অন করুন। অন হতে কিছুক্ষন সময় লাগবে। অন হলে সেটাপ উইজার্ড আসবে। সেতাপ উইজার্ড সেট করুন। এসম ম্যাপ, ইউটিউব, সুপার এসইউ আনফরচুনেটলি স্টপ দেখাতে পারে। সেটাপ উইজার্ড সেট হলে প্লেস্টোর কিংবা ফার্মওয়্যার এর app ফোলডার থেকে SuperSu.apk ইনস্টল করুন।
আপনি সফলভাবে রুট করেছেন।
ডাউনলোড লিংকঃ
Firmware - DOWNLOAD Sp Flash Tool and driver - DOWNLOADPASSWORD- DENDEN1216
Credit- Tanvir Hasan Raian