শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

Root & CWM Recovery flash your Symphony V75 by Modified Pre-rooted firmware

MTK PreRooted firmware

যে পদ্ধতিতে MTK রুট হয়েছে সেটা বেশ ঝামেলার। এবং নতুনদের জন্য রীতিমতো দুঃসাধ্য কাজ। তাই ভাবলাম শর্টকাটে কি করা যায়। এই চিন্তা থেকেই প্রিরুটেড ফার্মওয়্যার বানালাম। এখন শুধু ফার্মওয়্যার ফ্ল্যাশ করলেই হবে। বাড়তি কোন ঝামেলা নেই। ফ্ল্যাশ করার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবেন। কারন ফ্ল্যাশের সময় ফোন মেমরি ফরম্যাট হয়ে যাবে।

কিভাবে ফ্ল্যাশ করবেন?
১। প্রথমে SP Flash Tool and driver ডাউনলোড করে নিন।
২। তারপর ফার্মওয়্যারটা ডাউনলোড করে নিন।
৩। কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করে নিন, আগে থেকে করা থাকলে লাগবেনা।
৪। এখন ফার্মওয়্যার ফাইলটা এক্সট্রাক্ট করুন।
৫। SP flash Tool and Driver ফোলডার থেকে SP Tool ওপেন করুন।
৬। এবার scatter loading এ ক্লিক করুন।
৭। নতুন উইন্ডো ওপেন হবে। এখন ফার্মওয়্যার ফোল্ডার ব্রাউজ করে স্কেটার ফাইল সিলেক্ট করে ওপেন করুন। ৮। এবার Download only তে ক্লিক করুন।
৯। এখান থেকে format all and download অপশন সিলেক্ট করুন।
১০। এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন। এখন ফ্ল্যাশ টুল আপনার মোবাইল সংযগের জন্য অপেক্ষা করবে। মোবাইলের ব্যাটারি খুলে আবার লাগিয়ে তারপর ইউসবি ক্যাবল লাগান।কয়েক সেকেন্দের ভিতরেই লোডিং বার লাল হয়ে যাবে। এখন একের পর এক সবুজ, বেগুনী , হলুদ লোডিং হতে থাকবে। অপেক্ষা করুন সিস্টেম ফাইল লোড শুরু হবে একটা হলুদ লোডিং। অপেক্ষা করুন। লোডিং শেষ হলে একতা ছোট উইন্ডো আসবে। এখন ব্যাটারি খুলে আবার লাগিয়ে মোবাইল অন করুন। অন হতে কিছুক্ষন সময় লাগবে। অন হলে সেটাপ উইজার্ড আসবে। সেতাপ উইজার্ড সেট করুন। এসম ম্যাপ, ইউটিউব, সুপার এসইউ আনফরচুনেটলি স্টপ দেখাতে পারে। সেটাপ উইজার্ড সেট হলে প্লেস্টোর কিংবা ফার্মওয়্যার এর app ফোলডার থেকে SuperSu.apk ইনস্টল করুন।

আপনি সফলভাবে রুট করেছেন।

ডাউনলোড লিংকঃ

Firmware - DOWNLOAD Sp Flash Tool and driver - DOWNLOAD

PASSWORD- DENDEN1216

Credit- Tanvir Hasan Raian

Root + CWM Recovery flash for Symphony V75

How to Root Symphony V75 by Cloudfone firmware

v75 যেহেতু কোনভাবেই রুট করা সম্ভব হচ্ছেনা সেহেতু এর স্টকরম রুট করার থেকে অন্য কোন রম নিয়ে কাজ করাই ভাল। এই নীতিতেই কাজ করছিলাম অনেকদিন ধরে, সমস্যা হল আমি যে রম পোর্ট করি সবগুলই বুটলুপে আঁটকে যায়। বুটএনিমেশন দেখতে দেখতে চোখ ব্যাথা হয়ে যায় কিন্তু হোমস্ক্রীন আসে না। এরপর walton gh6,walton rm2 সহ কয়েকটা একই কনফিগারের ফোনের ফ্ল্যাশও ট্রাই করেছি কিন্তু কাজ হয়না। অবশেষে CloudFone Thrill Boost এর স্টক ফার্মওয়্যার কাজ করে। আসলে এই ফোনটা আর আমাদের ফোনর হার্ডওয়্যারে কোন পার্থক্য নেই। এই প্রক্রিয়া অনেক বড় এবং ফার্মওয়্যার ফ্লাশের ব্যাপার আছে, আবার অনেকের কম্পিউটার নেই। ব্রডব্যান্ড সমস্যা অধিকাংশের। শুরুতেই বলি কি কি দরকার এর জন্য-
1. Cloudfone Thrill Boost Firmware
2. CWM Recovery. superSu.zip, oem.zip,superSU.apk
3. Sp flash tool,driver


স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালঃ
১ প্রথমে vcom ড্রাইভার ইনস্টল করতে হবে
২. ড্রাইভার ইনস্টল হয়ে গেলে ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ করার সময় Download only অপশনটাতে ক্লিক করে Format and download সিলেক্ট করুন।
৩ .ফ্ল্যাশ হয়ে গেলে ফোন চালু হওয়ার জন্য অপেক্ষা করুন।
৪ .ফোন চালু হলে SuperSu.zip, SuperSu.apk, Oem,Root checker এই ফাইলগুলোকে ফোন মেমরিতে কপি করুন।
৫.এবার SpTool দিয়ে CWM রিকভারি আপডেট করুন।
৬ .এখন ভলিউম আপ এবং পাওয়ার বাটন টিপে রিকভারি মুড বুট করুন।
৭.এখন Install zip> Choose zip from sdcard>0 এখান থেকে suparSu,zip সিলেক্ট করে আপডেট দিন।
৮.আপডেট হয়ে গেলে ফোন রিবুট না করেই oem.zip আপডেট করুন।
৯.এবার রিবুট দিন। রিস্টার্ট হওয়ার সময় প্রথমবার কিছুক্ষন বুট লোগোতে স্থির থেকে একাই রিস্টার্ট নিবে । চিন্তার কোন কারন নাই।
১০. ফোন ওপেন হলে ফাইল ম্যানেজার থেকে SuparSu.apk ইনস্টল করুন। ইচ্ছা করলে স্টোর থেকেও করতে পারেন।
১১. ইনস্টল হলে ওপেন করুন। দেখবেন একটা লেখা আসবে SU binary needs to update. Do you update? ওকে করে অপেক্ষা করুন।
১২. আপডেট সাকসেস হলে সেটিংস থেকে রিসেট দিন।
১৩. রিসেট দেওয়ার পর ফাইল ম্যানেজার থেকে আবার SuparSu.apk ইনস্টল করুন।
১৪. SuparSu ওপেন করলে আবার বাইনারি আপডেট করতে বলবে । এবারে normal এবং CWM/Trwp এরকম দুইটা অপশন থেকে একটা সিলেক্ট করতে বলবে। noromal সিলেক্ট করুন।
১৫. কিছুক্ষন পর installation success আসবে।
১৬. অভিনন্দন! আপনি সফলভাবে v75 রুট করেছেন। কিন্তু আপনি এখন আর v75 ইউজার নন। আপনি cloudFone ইউজার হয়ে গেছেন। নাই মামার থেকে কানা মামা ভালো। আপাতত এইটাই ব্যবহার করুন, খুব শীঘ্রই নতুন আপডেট আসবে। আমরা এখন Symphony + Cloudfone এর হাইব্রিড ইউজার।

ডাউনলোড লিংক

Cloudfone Thrill Boost Firmware - DOWNLOAD
CWM Recovery. superSu.zip, oem.zip,superSU.apk - DOWNLOAD
Sp flash tool & driver - DOWNLOAD
Vcom Driver - DOWNLOAD

PASSWORD- DENDEN1216

Post Credit - Tanvir Hasan Raian